লকডাউনের মধ‍্যেই রামমন্দিরের ভূমি পুজো উপলক্ষে বিশেষ আয়োজন

5th August 2020 1:06 pm বাঁকুড়া
লকডাউনের মধ‍্যেই রামমন্দিরের ভূমি পুজো উপলক্ষে বিশেষ আয়োজন


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  করোনা পরিস্থিতে রাজ্যে সাপ্তাহিক লক ডাউন। বুধবার আগষ্টের মাসের প্রথম লক ডাউনের দিনই অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো। আর এই উপলক্ষ্যেই বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমা এলাকার বিভিন্ন প্রান্তে লক ডাউন উপেক্ষা করেই মানুষ রাস্তায় নেমে পড়েছেন। বুধবার পাত্রসায়র , সোনামুখী , ইন্দাস ব্লক এলাকার বিভিন্ন প্রান্তে দেখা গেল শ্রীরাম চন্দ্রের প্রতিকৃতি সামনে রেখে বিশেষ পুজাপাঠ শুরু হয়েছে।  একই সঙ্গে করোনাময় পরিস্থিতিতে সামাজিক দূরত্বের তোয়াক্কা না করেই, লক ডাউন উপেক্ষা করে অসংখ্য মানুষ রাস্তায় নেমে পড়েছেন। পুজার্চণার পাশাপাশি উৎসবের মেজাজে চলছে বাজি পোড়ানো। অন্যদিকে বিজেপির পক্ষ থেকেও  এদিন জেলা জুড়ে নানান কর্মসূচী নেওয়া হয়েছে। সুদূর অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোর রেশ যে দক্ষিণের এই জেলাতেও পৌঁছে গেছে মানুষের উৎসাহ উদ্দীপনা দেখে তা সহজেই অনুমান করা যায় ।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।